এমনি করে তাপালিং
করবি আর কতোদিন,
সময় ঠিকই যাচ্ছে বয়ে
তার আপন গতির লয়ে,
শোন্ ওরে মরিস নারে
নিজের পায়ে কুড়াল মেরে।

আসবে যখন পরীক্ষা
বিবেক দেবে ধাক্কা,
কোন্ নেতা কে ধরা যায়
কীভাবে পাস করা যায়.
খাওয়া ঘুম হারাম করে
ভাবতে হবে দিন-রাত ধরে।

পরীক্ষার হলে ঢুকে প্রথম
নিয়ে একটা কড়া দম,
কোন পকেটে কোন্ নকল
স্মরণ করতে লাগবে ধকল,
নকল করাও কতো কঠিন
বুঝবি ওরে বুঝবি সেদিন।

রেজল্টে তোর ফেল দেখে
বাপ-দাদা সব আসবে রুখে,
বলবে তুই বাড়ি ছেড়ে
চলে যা কোথাও দুরে,
বন্ধু-বান্ধব সবাই তখন
চাইবে না আর করতে আপন।