কলি হল ফুল তাই অলি করে গুঞ্জন
গুঞ্জনে দুটি মনে পড়ে গেলো বন্ধন
বন্ধন সেতো নয় হালকা তুচ্ছ
তারই পরশে মন হয় গাড় স্বচ্ছ ।

কলি হল ফুল তাই নাচে বনে পাখি
পাখির নাচে প্রাণে প্রেম দেয় উঁকি
সেই প্রেমে দু’ হৃদয় হয়ে যায় উতালা
স্বপ্নে তে শুরু হয় রঙ্গিন খেলা ।

কলি হল ফুল তাই হাসে এক কবি
কবি এবার আঁকবে বাসরের ছবি
সেই ছবি কোনদিন ও হবে নাক ধ্বংস
জন্ম দেবে এক নিষ্পাপ বংশ ।