যার হাতে রোপিত হলাম
যার কারনে শক্তি পেলাম
যে আমারে ফল ধরাতে
করলো অনেক কষ্ট
সেই ফল আমার কাল হল
ভাবনা চিন্তা এলোমেলো
অবশেষে দাতার হাতেই
সাধের জনম নষ্ট।
আমি এক কলা গাছ
বংশধর রা চারিপাশ
তাদের কদর বেড়ে গেলো
আমার হল সর্বনাশ।
আমি সেই মধ্যবিত্তের মতো
যার বুকের ভিতর অব্যক্ত ক্ষত
যাকে কুরে কুরে খায় এই সমাজ
যার আর্তনাদে দুষ্টদের উল্লাস।
আমি যেন সেইসব মাতা পিতা
সন্তানকে মানুষ করতে হারিয়েছি ভিটা
সেই সন্তান আকাশে খুজছে ফিতা
পায়ের তলে জ্বলছে জনকের চিতা।