একজন মানুষ কথা দিয়েছিল!
সে আমার কষ্টের কথা গুলো শুনবে।
আমি আমার কষ্টের ইতিহাস
অনেক কষ্টে সুন্দর করে সাজিয়েছিলাম।
তারপর স্রোতার প্রতিক্ষা… …
দিন যায়, মাস যায়, বছর যায়
সেই জন আর ফেরেনা !!
কষ্ট গুলো ডিম পাড়ে, বাচ্চা ফোটায়
বাচ্চারা একসময় প্রশ্ন তোলে
কে তাদের জন্মদাতা, কি তাদের পরিচয় ?
আমি নির্বাক, টু- শব্দ আসেনা মুখে
ওরা হাতুড়ি, শাবলের আঘাত হানে
তবু আমি অসম্ভব নিরব।
অপেক্ষায় আছি আসবে একজন;
যে আমার ইতিহাস শুনবে, কষ্টের ইতিহাস !
পৃথিবীটা যদি কচু পাতা না হয়
আর সে যদি না হয় কচু পাতার জল
তবে আসবেই, এ আমার বিশ্বাস।
তখন আর করতে হবেনা কষ্টের চাষ
কিন্তু কষ্ট কি কচু পাতার জল ??