কাবেরী কুলে কাব্য কিরীট করি কল্পনা
গানের গুঞ্জরনে গড়ি গোটা গণনা ।

চক চকিত চক্র চালায় চক্রান্তের চালে
জঠর জয়ী জানে জীবন জড়ায় জ্যান্ত জালে।

তপন তরু তমা তরুণী তুল্য তালের তালী
পৃথিবীর প্রাণ পারে পোহাতে পুরুষের পাগলামি

নানীর নয়ন নৃত্য নারে নাতির নয়া নাচে
বাঁশরী বাজায়ে বশির বাঁশ বেচে বাঁচে

ভয়ের ভানে ভানু ভাবি ভাত ভিজায় ভাঁড়ে
ময়না মতি মাঝে মাঝে মশকরা মারে

দেলোয়ারের দশা দেখে দুর্ভাবনা দশ দিকে
সব সময় সাইয়ের সাথে সংগীত সাঁজে সুখে ।