কবি ভাই, আপনাকে ধন্যবাদ জানাই
লিখেছেন ছড়া, কবিতা, গান
পড়ে জুড়িয়ে গেছে প্রাণ।
আপনার আবেগ, সুন্দর ছন্দ
আশা করি সবাইকে দেবে আনন্দ।
আমার কাছে আপনি নক্ষত্র সম
সারা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ প্রিয়তম।
আপনার দ্বারা উচ্ছেদ হোক সমাজের কালো দাগ
কল্যাণ যতো আপনার ছোঁয়ায় আরো বৃদ্ধি পাক।
এই বিশ্ব আপনার কাছে থাকবে হয়ে ঋণী
যুগ যুগ ধরায় ধ্বণিত হবে আপনার জয় ধ্বনি।
সারাক্ষণে মনে মনে করি এই ব্রত
উজ্জ্বল, আরো উজ্জ্বল হোক আপনার ভবিষ্যৎ।