ওরে কবি এসেছে ত্বরা সব আয় ছুটে আয়
দেখে যা ঐ দুরে দাঁড়িয়ে আছে হলুদ জামা গায়।
দে রে দে ফুলের মালা দে
তাঁর চরণ ছুঁয়ে ধন্য হয়ে নে।
সে তো নয় তুচ্ছ মোদের মতো
সব মানুষের খবর নিতে থাকে সে রত।
তাঁর হৃদয়টা মহান
যেখানে আছে শুধু মানবতার গান।
ভাগ্য জোরে পেয়েছিস আজ সেই কবির দেখা
এবার সবাইকে নিয়ে লিখবে সে এক শ্রেষ্ঠ কবিতা
সেই কবিতায় থাকবে শুধু সাধারনের কথা।
দু’হাত তুলে কর মোনাজাত, তিনি র্দীঘজীবি হোন
বাঁকি জীবনে যেনো সবার প্রাণের কথা কন।
তাঁরে ক্ষণিক সময় মোদের মাঝে রাখবো ভালোবেসে
দুরে কেউ থাকিস নারে আয় ছুটে আয়, কবি এসেছে।