নিরালাতে বসে ভাবি, কবে হবো মস্ত কবি
এক নামেতে চিনবে মোরে সারাদেশের লোক।
কখনো কোথাও গেলে, আসবে লোকে দলে দলে
এই আশা নিয়ে বুকে মোরে দেখবে এক ঝলক।

কবি কবি ভাব লাগে, মনে মনে প্রশ্ন জাগে
এতো সম্মান আমি রাখবো কোথায় ধরে।
আবার লাগে বড় ভয়, কেউ যদি ডেকে কয়
দয়া করে কবিতা একটি শোনান আমারে।

এক কথায় বলবো তখন, ভালো নেই আমার এ মন
এতো করেই ধরেন যদি তো আসবো একদিন।
প্রাণটা বড় ছটফট করে, সেই দিন কতোদুরে
কবি হয়ে কবিতা তারে শোনাবো যেদিন।