আকাশের নীল দেখে
জলে ভরা বিল দেখে
হৃদয়ের মিল দেখে
খুব খুঁশি হই।

সাগরের জল দেখে
বৃক্ষের ফল দেখে
যন্ত্রের কল দেখে
খুব খুঁশি হই।

চক্রান্তের জালে
জনগণকে ফেলে
যখন এদেশ চলে
তখন আমি
একটুও খুঁশি নই।