ক্ষণিক অবসরে বসে আছি একা নদীর কিনারায়
ঢেউয়ের মতো হারানো স্মৃতি প্রাণে দোলা দিয়ে যায়।

মনে আছে পরের গাছে ডালিম পাড়ার কারণে
একদিন বাবার চরম প্রহারে ফোসকা পড়েছিলো চরণে।

মাধ্যমিকে প্রথম যেদিন করেছিলাম পদার্পণ
ভয়ে আর লাজে সবার মাঝে চলছিলো না দম।

প্রথম প্রেমের ছটা যেদিন জেগেছিলো মোর প্রাণে
চারিদিকে সেদিন দেখেছিলাম সুখ সেই প্রেমেরই টানে।

সংসার জীবন ধিরে ধিরে যখন বেঁধে ফেললো মোরে
স্বাধীনতা যেনো হায় হারিয়ে গেলো অনেক দুরে।

শত সাদা বকের মাঝে আজ আবার পেয়েছি স্বাধীনতা
ঢেউয়ের তালে হৃদয় থেকে তাই বেরিয়ে আসছে কথা।

পড়ন্ত বিকেলের অপরূপ প্রকৃতি দেখবো প্রাণ ভরে
ব্যস্ত জীবনের সমস্ত কাজ ফেলে এই ক্ষণিক অবসরে।