যাহারে দেখিয়া নয়ন ভোলে
হয় না সে মোর নয়ন মণি
যাহারে কভু দেখিনি আমি
মন ব্যোমে সে-ই দিনমনি
যে আমারে অবহেলা দেয়
তাহারেই শুধু কাছে টানি
যে চায় মোরে করতে আপন
চাইনা তারে পরান খানি
মনের সাথে যুদ্ধ করিয়া
আজ আমি বড় ক্লান্ত
বুঝিনা তাহার মতি গতি
হায় কবে হবে সে শান্ত!
সে জানে বড় ভেলকি বাজী
তার মোহের নায় অন্ত
কভু যদি তার ফেরে সুমতি
জীবন পাবে সীমান্ত।