আমি বড়ো ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, আমি খাবো।
তৃঞ্চায় যদি পানি না পাই তো মাটি খাবো
বড় বড় যারা কথা বলে তাদের মাথা খাবো।
কবিদের লেখা মর্মস্পর্শী সকল কবিতা খাবো
সারা বাংলায় যতো ফসল ফলে সবই খাবো।
বস্তি এলাকার বস্তা পঁচা দুর্গন্ধ খাবো।
যারা সুখের ভেলায় ভাঁসছে তাদের সুখ খাবো
সূর্যের কিরন, চাঁদের জোসনা, আকাশের নীল খাবো।
দোয়েল, কোকিল, শ্যামা, ময়না, টিয়ার গান খাবো
শিল্পীদের আঁকা সুন্দর ছবিগুলো ছিঁড়ে খাবো।
প্রেমে যারা মজনু তাদের প্রেম চুষে খাবো
পন্ডিতদের মগজভরা সারা জীবনের বিদ্যা খাবো।
যারা অন্যলোকের ঘাড়ে চড়ে তাদের ঘাড় মুঁচড়ে খাবো
চব্বিশ তলার ঘরগুলোকে ঘুঁশি মেরে ভেঙ্গে খাবো।
পাহাড়ের চুঁড়ায় জমে থাকা বরফগুলো গিলে খাবো
রাস্তা ঘাটে পড়ে থাকা ধুলা বালি কুড়ে খাবো।
চোখের সামনে কাউকে কিছু খেতে দেখলে ছিনিয়ে খাবো
স্বার্থপর এই পৃথিবীটার একদিন মানচিত্র খাবো।
ত্রিভুবনে যা কিছু আছে সবই আমি একলা খাবো
সৃষ্টির সেরা মানুষ মেরে এক নিঃস্বাসে রক্ত খাবো।
ক্ষ্যাপা আমি, উন্মাদ আমি, যা পাবো তাই খাবো!