কেউ শোনেনা, শোনেনারে কেউ আমার মুখের কথা
কেউ বোঝেনা, বোঝেনারে কেউ আমার বুকের ব্যাথা।
কেউ আসেনা, আসেনারে কাছে একটু ভালোবেসে
কেউ বলেনা, বলেনারে কথা একটুখানি হেসে।
কেউ কাঁদেনা, কাঁদেনারে কেউ আমার কষ্ট দেখে
কেউ দেয়না, দেয়নারে অন্ন ক্ষুধার্ত এই মুখে।
কেউ দেখেনা, দেখেনারে কেউ আমার এ হাহাকার
কেউ আনেনা, আনেনারে বসন উলঙ্গ দেহটার।
কেউ ডাকেনা, ডাকেনারে কেউ আমার নামটি ধরে
কেউ রাখেনা, রাখেনারে খবর বেঁচে আছি কী করে।
কেউ মুছেনা, মুছেনারে কেউ আমার চোখের পানি
কেউ হবেনা, হবেনারে আপন এই জীবনের জানি।