কে ?
কারা ?
কি করছনে ?
কোনো শব্দ আসে না।
আমি নির্জন আড়ালে দাঁড়িয়ে
ছোঁয়া ছোঁয়া দেখতে পাচ্ছি কিছু হচ্ছে
সামনে এগোনোর সাহস হলো না আমার।
সমস্যা জর্জরিত র্দীঘশ্বাস ছেড়ে ফিরে এলাম।
পরের দিন সকালে ঘুম ভাংলো মানুষরে চৎিকারে !
এক পা দু’পা করে এগিয়ে গিয়ে দেখি অনেক মানুষের ভিড়।
এ তো সেই যায়গা, আগের রাতে দেখেছিলাম কিছু আবছা লোকের ছবি
অনেক কষ্টে উঁকি মেরে দেখি পড়ে আছে সত্য ন্যায়ের পক্ষে কথা বলা এক কবি !
যে কবি কল্পনার শক্তিতে আবস্কিার করতে পারতো জাতির মেরুদণ্ড ভাংতে চায় কে বা কারা ??