জীবনের অনেকটা বছর, যা আমার কাছে অনেক শতাব্দী
পেরিয়ে গেছে । তবু তো বেঁচে আছি
এ বেঁচে থাকার কোনো মানে হয়না
কারণ মানুষ তো বাঁচে ভেতরের এবং
বাইরের সব মানুষের জন্য ।
আমার কোনো মানুষ নেই, কোনো আত্মীয়
তবে কি এ শুধু কাঁদার জন্যেই বাঁচা
সমুদ্রের এতো জল, তবু নদীর প্রতি চেয়ে থাকা
কার এতো দুঃখ, এতো কষ্ট, এতো হতাশা
যার দুচোখে স্বপ্ন নেই শুধু কান্না আর কান্না
যার চোখের জলের জোগান দিতে হয় আমাকে
কোথায় থাকে সেই জন, যার জন্যে এ বেঁচে থাকা !
মরণ তারও হয়না, আমারও
বেঁচেই যখন আছি, দেখতে চাই কোন সে হৃদয়
বেদনার বিশাল চরে, পড়ে আছে তৃষ্ণায়
আমি তাকে জল দেবো, হৃদয় চুয়ানো কষ্টের জল
এক মুহূর্তের তরে হলেও ভাববো আমি নই একাকী
দেখবো প্রাণ উজাড় করে, কার পিপাসায় কাঁদি।

০৬/০৭/১৯৯৮