সোনা বর্ণের মেয়েটির প্রকৃতির মতো মনটা
যে মনে বসত করে নিখুঁত ভালোবাসা
যে ভালবাসার ছোঁয়ায় জুড়িয়ে যায় প্রাণটা
নদী ঘেরা এক শান্ত নীড়ে থাকে সেই কান্তা।
কান্তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে
কোকিল হতাস হয় আপন সুর হারিয়ে
কান্তার কেশ জুড়ে বাতাসের ঢেউ
ফসলের মাঠে যেন দোলা দেয় কেউ।
চোখের তারায় তার জোনাকির আলো জ্বলে
মুখের কথায় তার যেন খাটি মধু মেলে
তাইতো তাকে নিয়ে লেখা এই গানটা
জানিনা এই গান কভু শুনবে কি সেই কান্তা।