কানা গিয়ে খোঁড়াকে কয়
ভয় কিরে ভাই কিসের ভয়?
আয় ছুটে জলদি আয়
আজ আমাদের হবে জয়।

চেয়ে দেখ ঐ চারিদিকে
মরছে সবাই মাথা ঠুকে
টাকা কেউ ধরছে এঁটে
না পেয়ে কেউ যাচ্ছে বেঁকে।

উচ্চ আসন দেখার পরে
নিজ আসন দিচ্ছে ছেড়ে
আমরা কেনো মরবো জ্বরে
আয়না একটু দেখি লড়ে।

শাসন শোষণ হয়েছে বাঁজা
মজা আহা দারুন মজা
বাজা হাতে তালি বাজা
আমরা দু’জন হবো রাজা।