প্রিয়তমা ঝর্না, প্রাণ প্রিয়া ঝর্না
আপন রুপেতে তুমি জানি অনন্যা
অপরূপ তোমার রূপের টানে
জাদুকর রাঙা ঐ চোখের বাণে
হয়েছি উদাসীন, হয়েছি দিওয়ানা
সুকণ্ঠী কোকিলা ও ফুল কলি ঝর্না ।

প্রেমের কাননে তুমি রজনী গন্ধা
প্রেমিক হৃদয়ে তুমি স্বর্ণালি সন্ধ্যা
জীবন সাগরে তুমি সুখেরই ঢেউ
জানিনা সে খবর জানে কিনা কেউ
আমি তা জেনেছি তাই দিয়েছি ধর্না
চঞ্চলা হরিণী, ও মায়াবিনি ঝর্না

শয়নে স্বপনে শুধু তোমাকেই দেখি
শিল্পী হয়ে শুধু তোমাকেই আঁকি
তোমার কারণে বাজি ধরবো জীবন
ভয় করিনা যদি আসেও মরণ
তুমি বিনা আর কিছুই তো চাইনা
প্রানের রানী, ও স্বপ্নের ঝর্না ।