ও লজ্জাবতী লতা, প্রেয়সি আমার
প্রাণের দোসর বেঁচে থাকার আশা
জানি গো জানি তুমি এ হৃদয়ের ভালোবাসা ।
তোমাকে বিনা কিছুই ভাবতে পারিনা
তুমি কি জানো সে কথা ?
ও সোনা, প্রিয়তমা জেরিনা ?

ফুল নাকি স্রোত, আলো নাকি আলেয়া
কোনটা তুমি ব্যকুল হই ভাবিয়া
যখন হালকা হেঁসে বল ভালোবাসি
আসি আসি করেও কাছে আসোনা
কি যে আত্ম-দহনে মরি তখন বোঝাতে পারিনা
তুমি কি বোঝ সে ব্যথা ?
ওগো উদাসিনী জেরিনা ?

তোমার চিঠি পড়ার অপেক্ষায় ছিলাম
তোমাকে বাহুডোরে বাঁধার অপেক্ষায় ছিলাম
স্বপ্নের বাস্তব রুপে তোমায় চেয়েছিলাম
কিন্তু হল আর কই ?
প্রেমের ভুবনে এ আমার চরম ব্যর্থতা
আমরণ কেঁদে কেঁদে ভাসাবো বুক
তোমার আঁখি কোনদিন দেখবে না তা
তুমি বিহনে মোর ভবিষ্যৎ মেলাতে পারিনা
উপলব্ধি করতে পারো কি সে আকুলতা ?
ও বিরহী মনের প্রিয়া জেরিনা ?