যমুনার বুক চিরে শহর ছেড়ে
একদল যাত্রী চলেছি আপন নীড়ে
কেউ ছাত্র, কেউ প্রফেসর,
কেউ হুজুর, কেউবা মজুর।
অনেক পেশার অনেক মানুষ এসে
দ্বন্দ ভুলে একই সাথে রয়েছে মিশে।
সবারই মনে শুধু একই কামনা
আরো তাড়াতাড়ি কেনো নৌকা চলেনা
গম্ভীর মেজাজ নিয়ে কেউবা বসে
সুখের স্মৃতি স্মরে কেউ মুচকি হাসে।
ঘুমের আলিঙ্গনে কারো চোখ বন্ধ
কেউ করে গল্প কারো বা নেই সঙ্গ
আকাশে মেঘ আর জলে দেখে ঢেউ
মরণ সংকায় অস্থির কেউ কেউ।
দুরে ঐ সুন্দর সবুজে ঘেরা চর
তারই মাঝে দেখা যায় কিছু বাড়িঘর
মেঘ ঠেলে কখনো বেরিয়ে আসছে বেলা
চলছে তাদের বুঝি লুকোচুরি খেলা
বহুদুরে দেখা যায় যমুনা সেতুর সাঁজ
বিদেশীরা করছে সেথা আপন মনে কাজ
ঝির ঝির বাতাস আহা! বড়ই মিষ্টি
হৃদয়ে কবিতার বাণী করছে সৃষ্টি
জানিনা চলবে নৌকা আর কতোক্ষণ ধরে
যাত্রীদের কোলে নিয়ে যমুনার বুক চিরে।

লেখার তারিখঃ- ২৯/০৫/১৯৯৬