যখন আমি থাকবো না জ্বলন্ত পাবকে আচ্ছন্ন আলয়ে
তখন অনেকেই আমাকে খুঁজবে হৃদয়ের ভালোবাসা দিয়ে
যে ভালোবাসা সকালের শিশির ভেজা নিস্পাপ গোলাপের মতো।
যখন আমি থাকবো না নীল অন্তরীক্ষের তলে হতাশায় দাঁড়িয়ে
তখন অনেকেই আমাকে ডাকবে মধুর মায়া ভরা কন্ঠ বাড়িয়ে
যে কন্ঠস্বর মধুকালে ডাকা কোকিলের সুর কেউ করে হত।
যখন আমি থাকবো না পাষান সম বেদনা বুকে চেপে
তখন অনেকেই আমাকে চাইবে নতুন করে আত্মীয় বানাতে
যে আত্মীয় আত্মা থেকে সৃষ্টি হয়ে জীবে প্রেম ছড়ায়।
যখন আমি থাকবো না গতিহীন কাঁটা ভরা পৃথিবীতে
তখন অনেকেই আমাকে মেলাবে আপন আপন ছায়াতে
যে ছায়া আর কায়ার মাঝে পার্থক্য খোঁজা বড় দায়।
যখন আমি থাকবো না তপন হারা দিবসে একা নীরবে
তখন অনেকেই আমাকে দেখবে নিশিতে স্বপনে সরবে
যে স্বপন একবারই দেখে মানুষ মহা ভাগ্য গুনে।
যখন আমি থাকবো না মৃত্যু তুল্য জীবন নিয়ে ভেসে অর্ণবে
তখন অনেকেই আমাকে আঁকবে তুলিতে যা অমর হয়ে থাকবে
যে অমরত্ব যুগ-যুগান্তরে ভাগ্য জোরেই মেলে কারো জীবনে।