খায়না শাক, খায়না মাছ, খায়না কোনো ডিম
হাড়ের জন্য বসে থাকতে পারে সারাদনি
তাই তার নাম পড়েছে হাড় খেকো হাকিম।

প্রতি বছর যখন উঠে কোরবানীর চাঁদ
সবাই মিলে এক যোগে দেয় হাকিম কে দাওয়াত
হাড় খেয়েই পেট ভরে তার লাগে নাকো ভাত।

হাড়ের গুনে হয়েছে হাকিম বড়ই তরতাজা
যেমন বুক তেমন পিঠ, সুন্দর আরো মাজা
মনে তার নেইকো প্যাঁচ একদম সরল সোজা।

হাট-বাজারে ঘুরে ঘুরে কসাইদের ধরে
বলে “যতো টাকা লাগুক হাড় দাও ভাই মোরে
ব্যাগ ভরে হাড় নিয়ে সে তবে বাড়ি ফেরে।

একদিনও তার কাটে নাকো কভু হাড় বিহীন
বুঝি হাড়ের গুনে হৃদয়টাও তার হয়েছে রঙিন
সবদিক থেকে সার্থক তাই হাড় খেকো হাকিম।