নিঝুম রাত্রি।
একাই বিছানতে বসে আছি
চারিদিকে নিঃশব্দ নিরবতা
প্রকৃতি যেন বোবা হয়ে গেছে
আকাশে হালকা মেঘও আছে
পৃথিবীতে আজ কারো বুকে কথা নেই
নেই কান্না নেই হাসা হাসি।
দু’চোখে কিছুতেই ঘুম আসছে না
পাশেও কেউ নেই যে গল্প করবো
একটু শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম
তবু কিছুতেই ঘুম এলো না।
আবার উঠে সামনের দিকে তাকাতেই দেখি
মোনালিসার ছবিটি দেয়ালে ঝুলছে
ছবিটির দিকেও মনোযোগ দিতে পারলাম না।
হঠাৎ দু’ জন বন্ধুর কথা মনে পড়লো
একজন বলেছিলো প্রেম নাকি স্বর্গীয়
অপর জনের কথা, টাকা দিয়ে প্রেম কেনা যায়
আমি বলেছিলাম টাকা দিয়ে কি স্বর্গটাও কিনতে চাও?
কথাগুলো মনে পড়তেই একটু হাসি পেলো
কিন্তু চোখের জলে হাসিটুকু গুঁড়িয়ে গেলো
কারণ দু’ জন বন্ধুর একজন চলে গেছে ওপারে।
এবার একটা বই খুঁজে খুঁজে বের করলাম
কিন্তু বই পড়তেও ভাল লাগছে না
ঘড়ির দিকে তাকিয়ে দেখি দু’ টো বাজে
এভাবে আর কতক্ষণ জেগে থাকবো?
এতো রাত হয়ে গেলো তবু ঘুম আসছে না কেন?
ঘুমের আশায় আবার বিছানায় শুয়ে পড়লাম।