ফেরার পথে, কতো কিছুই না পড়ছে চোখে
নতুন সাঁজে যা ছিলো না আগে
এই যে স্টেশন, এর পাশেই তো একটা খাদ ছিলো
এখন সেখানে ছাপরা, তার উপর এক কিশোর
কি যেনো শুকাচ্ছে আর রোদে ঘামছে।
ঐ যে দুরে মাঠ, যেখানে ধুলির ধুম্র দেখা যায়
ওটা তো এমন শুকনো ছিলো না।
ওখানে ধান পানির সাথে পাল্লা দিতো
মাথাটা ঊঁচু করে আকাশ টা দেখার জন্য।
আরো কতো কি বদলে গেছে তার ইয়ত্তা নেই !
তবে হ্যাঁ, বটগাছ টা তেমনই আছে
শুধু তার পাকা ফল আর পাখি গুলো নেই।
প্রকৃতির এতো পরিবর্তন দেখে আমার মনেও শংকা !
তাই এই ফেরার পথে ভাবছি আনমনে
আমিও কি অনেক বদলে গেছি প্রকৃতির টানে !!