জানিনা সবাই কেমন চোখে দেখে এই বিশ্ব টাকে
আমার কাছে কখনো সুখের কখনো আবার বিষাদ ঠেকে।
একদিকে মায়ের মধুর আদর, অন্যদিকে বাবার কড়া শাসন
কতো মহলের কতো আলাপ, শুনতে হয় কতো ভাষণ
প্রেমের মালা হাতে নিয়ে, প্রিয়তমা বসে থাকে
দুষ্টের দল তুষ্ট না হয়ে, অস্ত্র নিয়ে আসে রুখে
মন কাননে ফুটেছে ফুল তাই কতো ভ্রমরা ছুটে আসে
অনেক ঢেউয়ের ধাক্কা খেয়ে অজানায় যেন চলেছি ভেসে
বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে মনের ভিতর শত দন্দ
বাস্তব আর কল্পনাতে নেইকো মিল নেইকো ছন্দ
আকাশের নীল চাঁদের জোসনা, এগুলোতেও অধিকার নায়
আধারে ভুত ভয়ংকর হয়ে, চিকন সুরে ভয় দেখায়
করজোড়ে চাইলে কিছু বুক ফাটে লাথির ঘায়ে
যতোই চাই স্বাধীন হতে, শিকল ততোই পড়ে পায়ে
এতো বাধার মাঝেও আমি উড়িয়ে দিই আপন কেতন
কখনো ধরা দেয় বিজয়, কখনো নেমে আসে পতন
লক্ষ্যের পথে এগিয়ে যাবো বাঁধা যতোই আসুক যেমন
ব্যর্থ যদি হই তবে ভেবে নেবো এটাই জীবন ।