একটা শব্দ শুনে থমকে দাঁড়ালাম
একি ! প্রাচীন শব্দটা এলো কোত্থেকে !

আমি তো ভুলে থাকতে চাই শব্দটা
ভুলেও ছিলাম বহুদিন ধরে ।

ঐ শব্দের সাথে মিশে আছে অনেক স্মৃতি
অনেক কথা, অনেক গান, অনেক আশার সমাধি।

সময়ের হিসেব করলে কতোই বা হবে
এই তো সেদিনের ঘটনা সব ।

আসলে কারো কারো দিন বছর তুল্য
সময় যেন যেতেই চায়না কষ্টের মাঝে

কিন্তু কষ্টের কাল তো ছিলনা চিরদিন এমন
শব্দ গুলো আপন হয়ে পাশে ছিল যখন

তবে কি মোর ভাঙ্গা জীবন আবার হবে পূরণ ?
ধরা কি দেবে আবার সুন্দর কোনো স্বপন ?