আমি এসেছিনু গো পৃথিবীতে বড় স্বাধ করে
সুখ যতো আছে সব নেবো আমি এই মন প্রাণ ভরে।

দেখিনু একদিন দুঃখ হঠাৎ উঠেছে হায় ক্ষেপে
দৌড়ে এসে বসেছে ঘাড়ে মস্ত একটা লাফে।

কাঁদিয়া বলিনু ছেড়ে দাওনা ভাই মোরে
যদি চাও তো চলে যাবো কোথাও বহু দুরে।

শুনলোনা সে কিছুতেই যে মিনতি আমার
হারানু আমি সব শক্তি এই জগতে বেঁচে থাকার।

যেখানেই আমি উঁকি মেরে দেখি দুঃখ আছে কিনা
সেখান থেকেই সে বেরিয়ে আসে তুলে বিষাক্ত ফণা।

বুঝেছি আমি সুখ যেনো এক নিঁঝুম রাতের স্বপন
ভয়ংকর হলেও দুঃখের মতো নেইকো কিছু আপন।

সুখের শান্তি চেয়ে আমি পেয়েছি দুঃখের জ্বালা
দুঃখ কে আর দোষ দেবো কি খেলছে উপর ওয়ালা।