একজন নামকরা কবি খেয়ালের বশেও লিখে থাকেন কবিতা
তাঁর অনচ্ছিাকৃত ভুলও সংশোধন করা হয় না।
তৈরি হয় ভাষার নতুন অলংকার
বেড়ে যায় তাঁর অহংকার
তিনি যেনো নবম
সবাই শুন্য
কেউ কি
শুনছো
?
!
হায়
অপর পক্ষে
একজন কাঁচা কবি
তার প্রাণের সকল আবেগ
নিঃস্বেষ করে অনেক কষ্টে লিখে
যখন কাউকে দেখাতে যায় ঠিক হয়েছে কিনা
মুখ ভেংচিয়ে অনেকেই বলে দেখেছি কি লিখেছো যা-তা
সস্তা তাচ্ছিলের ঘাঁয়ে হত হয় কতো কবি, পঁচে তাদের কবতিা।