ছেলেটির নাম ডায়মন্ড
মানুষ রূপী প্রাইজ বন্ড
তার মাঝে বিরাট সম্ভাবনা
তাই কতো মেয়ে করে আনাগোনা।
সে ও কম না চায়
নারী দেখলে সব ভুলে যায়
তারা যখন কাছে আসে
সে তখন খুঁশিতে নাচে।
সরলতার সুযোগ নিয়ে
কেউ কেউ কিছু নেয় খসিয়ে
কৃতঘœতার পরিচয় দিয়ে
চিরতরে যায় হারিয়ে।
কিছুদিন তার মন ভেঙ্গে রয়
নারীর প্রতি জাগে ভয়
বন্ধুদের বলে ডেকে ডেকে
বিশ্বাস করোনা কোনো নারীকে।
ধিরে ধিরে সব ভুলে যায়
ঘরের বাইরে পা বাড়ায়
আবার নতুন প্রিয়সী জুটে
কাছে ডেকে নেয় তাকে।
বুঝিনা কেউ তার মতিগতি
কি হবে তার পরিণতি
এমনি ভাবে কাটায় জীবন
আমাদের সবার প্রিয় ডায়মন্ড।