চুপ বেঈমান চুপ
আজো ছল করলে খাবি
রাম দা’য়ের কোপ ।
চিনি তোরে ভালো করে
ছিলি তুই একাত্তরে
পাক বাহিনীর দলে ।
জানি জানি আমার দেশে
একাত্তরের নয় মাসে
তোর কারণে শত জননী
ভেসেছে আঁখি জলে ।

চুপ বেঈমান চুপ
দেখাস না আমায় লোভ
আমি নই তোর মতো
মানুষ রূপী কীট পতঙ্গ
মনে রাখিস এই বুকের মাঝে
আগুন হয়ে জমে আছে
প্রতিশোধ নেবার ক্ষোভ ।

চুপ বেঈমান চুপ
একটু চেয়ে দেখ ডানে বাঁয়ে
সব বাঙ্গালী হয়েছে এক জোট
আজকের এই মহান দিনে
করবো খতম সবাই মিলে
তোর বুকের ভিতর জমে থাকা
বেঈমানির অসুখ ।

লেখার তারিখঃ ১৬/১২/১৯৯৬