চোখের জলে মিশে আছে তোমার আমার সকল স্মৃতি
তোমারই বিরহ স্তব্ধ করেছে আমার জীবন চলার গতি।

আমি আজো খুঁজে ফিরি সারাক্ষণে শুধু তোমায়
থেকোনা আর নিশ্চুপ বলো তুমি আছো কোথায়?

যতোক্ষণ দেহে রয়েছে প্রাণ খুঁজবো তন্ন তন্ন করে
জানতে চাইবো কি অপরাধে থাকো তুমি আমায় ছেড়ে।

একবার শুধু দেখা দাও মোরে দেখতে বড় ইচ্ছে হয়
কবে তুমি আসবে ফিরে সেই আশে মন পথ চেয়ে রয়।

দোহায় এমন হইওনা পাষাণ ফিরে এসো আমার বুকে
নইলে আমি পুড়ে পুড়ে অঙ্গার হবো ধুঁকে ধুঁকে।

বহুদুরে সরে থেকে আছো তুমি আমায় ভুলে
তুমি নাই ভাঁসি তাই ব্যথা ভরা চোখের জলে।