চব্বিশের কথা বলতে গেলে লাগবে অনেক খাতা
শুরু, মধ্য, শেষ নিয়ে ব্যস্ত খবরের পাতা।
মহা দাপটের মহা হুংকার শুরুতে ছিলো যাদের
শীতে গর্তে লুকানো শীতল সাপের অবস্থা তাদের।
অস্তিত্বহীন ভাবতে ভাবতে যারা ছিলো দিশেহারা
অন্যের অস্তিত্ব ধবংস করতে ব্যস্ত আবার তারা।
এই আকাশ, এই পাতাল উত্থান পতনের খেলা
কেউ আনন্দে আত্মহারা, কারো বুকে জ্বালা।
ক্ষণিকে রাজা, ক্ষণিকে ফকির, দেখলো মানুষ চোখে
শিক্ষা তবু হয়নি কারো ভয় নায় বিধাতাকে।
রক্তে যাদের ছলনা আর ফাঁকি বাজির নেশা
কেমন করে বুঝবে তারা উপরওয়ালার ভাষা !!
চব্বিশের শিক্ষা গ্রহণ করলে পচিশ হবে ভালো
পচিশ ভালো করতে হলে চব্বিশের জানালা খোলো।