আমার কাছে চিঠি লিখতে নেইকো মানা
ইচ্ছে যদি হয় কখনো দিলাম ঠিকানা।

হামিদুল হক তরুন আমার নাম
প্রযত্নে:- মোঃ হাবিবুর রহমান
নূরুল্লাপুর পুরাতন পাড়া গ্রাম।

ডাকঘর- গৌরীপুর, থানা- লালপুর
জেলা- নাটোর, নয়তো বেশি দুর।

নিঃস্ব আমি বড়ই একা এই পৃথিবীতে
কারো সাথে করতে আলাপ মনটা চেয়ে থাকে।

সবার কাছে শেষ বারে আবারো করি মিনতি
সময় পেলে মোর ঠিকানায় দিও একটি চিঠি।

লেখার তারিখঃ- ১৯/০৫/১৯৯৬