যা সুন্দর তারে তেমনি বলিতে বড় মিষ্টি লাগে মনে
যেমন করে বলে অলি গোপনে ফুলের কানে।

সব সুন্দরই সবার চোখে ধরে না সমান মাপে
সত্যি কিনা যাচাই হতো দিতাম যদি এ চোখ অন্যের খাপে।

ছবি, এক তরুনী যাকে দেখতে খুব ভালো লাগে
তাকে দেখার পরেই মনটা আমার নেইকো আপন বাগে।

গগণ পানে চাইলে দেখি তারই মুখের মিষ্টি হাসি
ক্ষণিক তরেও হয়না আড়াল ভাঁসে চোখে দিবা নিশি।

জানিনা কি লুকে আছে ছবির সারা অঙ্গ জুড়ে
শুধু জানি পেলে তাকে জীবন সুখে উঠবে ভরে।

রঙ ধনুর ঐ সাতটি রঙে তাহার ছবি রবে মিশে
এই জনমে না পেলেও পাবো অন্য জন্মে এসে।

তারে যে কতো বেসেছি ভালো সাক্ষী তার রইলো রবি
আমি জনম জনম হতে চাই ভবে ছবির জন্যে কবি।