বৃষ্টি ভেজা দিনে তোমার জন্যে হৃদয় টা করে আনচান
এমনই এক ক্ষণে এসেছিলে তুমি জুড়িয়েছিল প্রাণ

স্বপ্ন কতো বুনেছিলাম তোমায় নিয়ে গড়বো প্রেমের ভুবন
সেই ভুবনে রবে না কষ্ট, সুখ শান্তিতে হাসবো মোরা দুজন

এই পৃথিবীর বাঁকা রীতি তোমায় নিয়ে চলে গেল বহুদূরে
পাখি বিহনে শুন্য খাঁচা বন্দি ঘরে একাকী কেদে মরে

জানো না তুমি আজো তোমায় খুজি ঐ আকাশ পানে
দেখি তোমায় জলের ঢেউয়ে, কণ্ঠ তোমার শুনি পাখির গানে

সবাই ভাবে সুখি আমি, আসলে করি সুখে থাকার ছল
আকাশ ভেঙ্গে আমার মতো ঝরছে হয়তো তোমার চোখের জল।