আমি চ্যাংদোলা হয়ে উল্টো ঝুলে আছি
মাথার নিচে জ্বলন্ত লোহার শিক
আমার চিৎকারে মেঘ দের দৌড়াদৌড়ি
পোকাদের ছুটাছুটি দিক্বিদিক।

চোখ ফেটে রক্তের হামাগুড়ি
ঘামছে দেহ, বইছে নদী
সামান্য বসনে উলঙ্গ হতে বাকী
কর্ণ ফাটছে কাকদের ডাকাডাকি।

দোষ আমার কেন আমি আবেগহীন
কেন আমি নিরপেক্ষ যন্ত্র মানব
সময়ের স্রোতে কেন ভাসালাম না গা
দানবের রায়, তুই ওপারে চলে যা ।