যখন আমি আকাশের দিকে তাকাই মনে প্রশ্ন জাগে
আমি কে? কোথা থেকে এসেছি? কেনো?
যখন সাগরের পাড়ে যাই, ভাবি বসে
কোথায় আমার পরিনতি? কবে? কিভাবে?
যখন নিরালায় একা থাকি, নিজেকে সুধাই আনমনে
এই ভবে কে আমার? আমি কার? জানবো তা কেমনে?
যখন মানুষের মুখোপানে চেয়ে পার্থক্য খুঁজি খুঁটে খুঁটে
সবার মাঝেই নিজেকে পাই, আমি কে তবে?
যখন চোখের সামনে কাউকে মরতে দেখি হোঁচট লাগে প্রাণে
এমন মৃত্যু যেনো কয়েক বার হয়েছে আমার এমনি অন্য ক্ষণে
যখন সৃষ্টি এবং স্রষ্টা সম্পর্কে জানতে চাই পাইনা খুঁজে কুল
নিজের অস্তিত্ত্ব বিলীন হয়ে যায় সবই লাগে ভুল
যখন দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছি সকল প্রশ্নের উত্তর জানিয়া লইবো
তখনই সন্দেহ লাগে এসব প্রশ্ন মোর বৈধ না অবৈধ?