বাঙ্গালীর কাছে বাংলা তুমি খোদার দেওয়া নেয়ামত
সরকারের কাছে বাংলা তুমি বিরাট একটি আমানত।
মুক্তিযোদ্ধার কাছে বাংলা তুমি খনি থেকে পাওয়া স্বর্ণ
রাজাকারের কাছে বাংলা তুমি বাজারের একটি পন্য।
মালীর কাছে বাংলা তুমি বাগানে ফোটা ফুল
নারীর কাছে বাংলা তুমি কানে ঝুলানো দুল।
রুগীর কাছে বাংলা তুমি শুয়ে থাকা বিছানা
সর্বহারার কাছে বাংলা তুমি পথের নিশানা।
মৌলভীর কাছে বাংলা তুমি শান্তির মসজিদ ঘর
দম্পতির কাছে বাংলা তুমি সুখের একটি বাসর।
বক্তার কাছে বাংলা তুমি ঝাঁঝালো একটি ভাষন
শিশুর কাছে বাংলা তুমি মা-বাবার কড়া শাসন।
শিক্ষার্থীর কাছে বাংলা তুমি সারা জীবনের শিক্ষা
শিস্যের কাছে বাংলা তুমি গুরু প্রদত্ত দীক্ষা।
কৃষকের কাছে বাংলা তুমি কষ্টে ফলানো ফসল
সুদ-খোরের কাছে বাংলা তুমি সুদে বিলানো আসল।
শিল্পীর কাছে বাংলা তুমি সৃষ্ট একটি শিল্প
লেখকের কাছে বাংলা তুমি খাতায় লেখা গল্প।
পাঠকের কাছে বাংলা তুমি নতুন একটি খবর
মৃতের কাছে বাংলা তুমি আগলে রাখা কবর।
পথিকের কাছে বাংলা তুমি দুর সীমানার পথ
সৎলোকের কাছে বাংলা তুমি মহৎ একটি ব্রত।
মধুপের কাছে বাংলা তুমি মধুতে ভরা চাক
মায়ের কাছে বাংলা তুমি সন্তানের মিষ্টি ডাক।
বিজ্ঞানীর কাছে বাংলা তুমি মহা আবিস্কার
ব্যবসায়ীর কাছে বাংলা তুমি ব্যবসার কারবার।
গর্ভবতীর কাছে বাংলা তুমি জীবন্ত সন্তান
প্রেমিকের কাছে বাংলা তুমি প্রেমের জয়গান।
পর্যটকের কাছে বাংলা তুমি নতুন বিস্ময়
নিঃস্বের কাছে বাংলা তুমি বেঁচে থাকার আশ্রয়।
সবার কাছে বাংলা তুমি তাদের মনের মতো
আমার কাছে বাংলা তুমি কবিতা শত শত।