আমার বসবাস এই পৃথিবীর অন্য ভুবনে
চেনা আকাশের নিচে অচেনা মেঘের
তান্ডব নীলার মাঝে, বেহুদা অর্ণবে,
যেখানে লক্ষ্যহারা তরণী ডুবে মরে।

আমি খুব কষ্টে আছি ভীষণ কষ্টে
যে কষ্ট সইতে না পেরে
মানুষ আত্ম হননের পথ খুঁজে।

আমার বসবাস সূর্যের কোলে
উত্তাপের জ্বালাময় বিছানায়
যেখানে গলে নিঃশেষ হওয়া যায় সহজে
নিজেকে রক্ষা করা যায়না কখনো।

উকুন, মশা, চুষে চুষে দুর্বল করে
তেলা পোকা, ইদুর, ছিঁড়ে ছিঁড়ে খায়
আমার দেহের রক্ত নিয়ে কীট করে তামাশা
প্রতিবাদ করার সাহস আমার নেই
আমি ভিরু, আমি তুচ্ছ, আমি কাপুরুষ।

আমাকে যে লাথি মারে, পা ধরে তার সম্মান করি
থুথু ছুড়ে যে গোসল করায়, তার প্রশংসায় বিভোর থাকি
আমি মানুষ নই, আমি মানুষ নামের কলংক।

হে প্রভু আমাকে পথ দেখাও, আমাকে টেনে তুলো
আমি মানব হয়ে মানব জাতির কলঙ্ক ছড়াতে চাইনা
আমি চাই উচ্চ শিরে সত্যের জন্যে লড়াই করতে
আমাকে শক্তি দাও, আত্ম মর্যাদার জ্ঞান দাও
আমি যেন মিথ্যেকে চূর্ণ করতে পারি।

যেখানে রয়েছে প্রেম, ভালোবাসা, ফুলের সুবাস
সুখের আলয় গড়ে
সেখানে যেন করতে পারি বসবাস।


১৩/০৩/১৯৯৭