অনেক মৃত্যু দেখিয়াছি আমি এমন দেখিনি কভু !
এমন বীভৎস মৃত্যু কারো জিবনে আর দিওনা প্রভু ।

একই সাথে মামা ভাগ্নে একই চাকায় হল পিষ্ট
জল কি চোখে বারণ মানে দেখিয়া এমন দৃশ্য !

ভাগ্নের সারা শরীর থেঁতলানো বাম পা গেছে খসে
মামার কলিজা ফাটা রক্তে সারা রাস্তা গেছে ভেসে ।

বড় শখ করে ওরা গিয়েছিল দুজন যমুনা সেতু দেখতে
আর যে বাড়ি ফিরবেনা কভু পেরেছিল কি ভাবতে ?

জ্যৈষ্ঠ মাসে মামার বাড়ি আম খাইতে এসে
চিরতরে মামার গলা জড়িয়ে মাটিতে গেলো মিশে।

যে ড্রাইভার হুস হারাইয়া মারিয়া ফেলিল তারে
তাহার কিছুই হইবে নাকো অনেক টাকার জোরে।

যা হবার হইবে তাদের যাদের কোল খালি হইলো
এতোটা বছর লালন করিয়া ছিন্ন ভিন্ন লাশ পাইলো!!

দেখিয়া শুনিয়া কর জোড়ে খোদা মিনতি তোমার তরে
বীভৎস মৃত্যুর ছোবল থেকে বাঁচাও প্রত্যেকেরে ।