একি! দৃশ্য দেখলাম আমি দেহে থাকতে প্রাণ
কাঁদছে মা গড়াগড়ি দিয়ে মরে গেছে সন্তান!
সকালে ছেলে গিয়েছিলো কলেজে সুস্থ শরীর নিয়ে
কখন ফিরবে সেই আশে মা ছিলো পথ চেয়ে।
হঠাৎ দেখলো কারা যেনো নিয়ে আসছে একটি লাশ!
নিজের ছেলেও হতে পারে ভেবে থমকে যায় শ্বাস।
ধিরে ধিরে তারা এসে পৌঁছলো এই মায়েরই দ্বোরে
সন্তানের এমন অপমৃত্যু মা সইবে কেমন করে!!
কে মারলো? কেনো মারলো? কী ছিলো তার অপরাধ?
সাহস করে করেনা হায় কেউ এর প্রতিবাদ।
কোথায় থাকে সেই ঘাতক যার নেইকো মায়া বুকে
জোড়হাতে তারে করবো নিষেধ চরণে শির ঠুকে।
মিনতি মোর না শুনলে থুথু ছুঁড়বো ওর সারা গায়ে
সবশেষে ওকে ঝাঁঝরা করবো বিশ্রী কথার বুলেট দিয়ে।
তোর বাপ কি ছিলো হারামজাদা মা কি বেশ্যা ছিনাল?
যে অভিশাপে ভাঙ্গিস তুই সতি মায়েদের কপাল।