সোনালি রঙ গায়ে মেখে বিকেলের সূর্যটা
গোধূলির চাদর গায়ে পালাতে প্রস্তুত।
পুকুরটা বিচ্ছেদ শঙ্কায় ভীষণ নিরব
দুটো হাঁস মুখোমুখি কি যেন বলল
তারপর চলে গেলো দু’দিকে।
মাছ রাঙ্গা টা শেষ চেষ্টায় বৃথা হয়ে
ফিরে গেলো আপন নীড়ের সন্ধানে
বৃক্ষ গুলো সূর্য হারার বেদনায় কাতর
একটা সাপ জল ছেড়ে গর্ত খুঁজতে ব্যস্ত।
তিন ললনার হাসিতে শেষ রৌদ্র টুকু আটকে গেলো
দুটো ছাগল অসহায়ের মতো চেয়ে আছে দূরে।
একটা দুষ্ট ছেলে ঢিল ছুড়ে মারলো জলে
সহস্র ঢেউ খেলে আবার মিলে গেলো
শেষ ঝলক দেখিয়ে বিদায় নিলো সূর্য টা
হৃদয়ের কোথাও হয়তো রয়ে গেলো তার ছোঁয়া।