হে বিগত বছর তুমি ছিলে আপনার চেয়েও আপন
ছিলে আমার এই দেহের মাঝে হৃদয়ের স্পন্দন।
মধুর মায়ার জালে তুমি বেঁধেছিলে অজান্তে
শান্তির বৃষ্টি তুমি ঝরিয়েছিলে মরু প্রান্তে।
তোমার পিছু পিছু আমি চলেছিনু পথ বোবা হয়ে
মাঝপথে একা রেখে তুমি কোথায় গেলে হারিয়ে।
সন্ধায় ডুবে সূর্য যেমন প্রভাতে ফিরে আসে
তুমি কি কভু আসবেনা ফিরে আমাদের ভালোবেসে।
তোমার কতো গোপন কথা লুকিয়ে আছে এই বুকে
বিরহে যখন উতলে উঠবে কি দিয়ে রাখবো ঢেকে।
হিসাবের খাতা পূর্ণ করে তুমি তো পেলে গো ছুটি
ভাবছি আমি শেষ হবে কবে আমার এ হাঁটাহাঁটি।