আমরণ আমি সংগ্রাম করে গড়িলাম যে প্রাসাদ
সে প্রাসাদেই অধিকার হারিয়ে পেলাম বড় আঘাত
এমন আঘাত যেজন পেয়েছে সেই জানে এর জ্বালা
সে জ্বালায় পুড়ে পুড়ে শেষ হচ্ছি সারাবেলা ।
সারা বেলা জ্বলে পুড়েও আসেনা চোখে ঘুম
ঘুমের যেন খেয়াল নেই রাত হয়ে গেছে নিঝুম
নিঝুম রাতে জেগে থাকা আহ কি যে কষ্ট
কষ্টের কথা বলিনা কাউকে নিজের প্রতিই হই রুষ্ট
কিন্তু রুষ্ট হবার প্রয়োজন ছিলোনা তবু হয়ে গেলো
হয়ে গেলো মোর সাজানো জীবন হতাৎ এলোমেলো
এলোমেলো এই প্রান্তে এসে হায় মনে বড় ভয়
কতো যে ভয় সে কথা কাউকে বোঝাবার মতো নয়
নয় ছয় হয়ে গেছেই যখন কি হবে আর বেঁচে
বেঁচে থাকলে সব যন্ত্রণা মোরে ধরবে জানি পেঁচে
পেঁচে ধরার আগেই সাঙ্গ করবো এই জীবন
তবে জীবন প্রসঙ্গে তর্ক করোনা এ মোর বিদায়ী আবেদন।