আমার চলা বন্ধ হবে, তুমি যদি ডাকো ইশারাতে
আমার গান সুর না পাবে, যদি উৎসাহ না দাও হাত তালিতে
আমার চাওয়া অপূর্ণ রবে, তোমায় যদি না পাই বুকেতে
আমার ভাষা বুঝবে যবে, পারবে না কভু দুরে থাকতে।
তোমার আখেঁ রয়েছি আমি, দেখবে আরশিতে চেয়ে
তোমার সাথে করবো পাগলামী, তোমারই প্রেমে মজনু হয়ে
তোমার জন্য জানি গো জানি, শত লাঞ্চনা যাবো শয়ে
তোমার চেয়ে নেইকো দামী, কোনো কিছুই এ হৃদয়ে।
ঐ অলি, ফুল ইঙ্গিত দেয়, তোমার আমার ভালোবাসার
ঐ যে আকাশ মাটিকে কয়, প্রেম কভু নয় সর্বনাশার
ঐ যে নদী সাগরে ধায়, আশা নিয়ে তারে কাছে পাবার
ঐ যে পাখি গান গেয়ে যায়, প্রেমিক মন পাগল করার।
যখন একা থাকবে বসে, আমার কথাই স্মরণ হবে
তখন আমায় রাত-দিবসে, আকুল হয়ে কাছে চাবে
যখন তুমি নিজের কাছে, যুদ্ধ করে হেরে যাবে
তখন তুমি ছুটে এসে, আমাতে তোমায় বিলিয়ে দেবে।
এতো কিছু বলার পরে, বলো তুমি নীরব ক্যানে
এতো কাছে পেয়েও দুরে, সরে রইলে আনমনে
এতোসব করেও হেরে গেলাম তোমার জিদ্ ভুবনে
এতো পরেও হৃদয় ভরে, ডাকছি তোমায় বিদায় ক্ষণে।