মন্দ কাজ করো তুমি দিয়া ভালো যুক্তি
যতোই যুক্তি সাজাও কিন্তু পাবে নাকো মুক্তি
ভালো মনে ভালো কাজ করো দিয়া ভক্তি
কল্ব জুড়ে পাবে তুমি বিধাতার শক্তি
নিজের আদালতে রাতে ধরবে যখন নিক্তি
অন্যের দোষ ক্ষমা করো পাবে মহা তৃপ্তি
প্রতিদিন পড়ো যদি মনিযীদের উক্তি
কালো মনেও ভালো কিছুর হবে উৎপত্তি।
২৯৪, লেখার তারিখঃ ২১/০৮/২০২৪