মাঝে মাঝে নিজেকে এতো লাগে নি:স্ব
ধুধু মরুভূমি যেনো সামনের সবুজ দৃশ্য
খড় কুটো হয়ে যায় মাঠের ভরা শস্য
বিবেক এখন টাকাওয়ালার পেটভাতা পোষ্য
শাক বেচা টাকাতে চিটার খায় গোস্ত
বাইরে দলাদলি শেষে সব দালাল হয় দোস্ত
তুমি আমি আমি তুমি সব অন্তরে আমিত্ব
মৃত্যু হাসে দুয়ারে বসে ভুলে গেছি সেই সত্য।