বেকার মুসাফির আমি
সংসার ত্যাগী, এক ভবঘুরে
বুকে কষ্ট
অবহেলায় সৃষ্ট, ভীষণ কষ্ট ।

খোলা আকাশের নিচে আমার চলাফেরা
চলছি তো চলছি, চলছিই অবিরাম
স্তব্ধতা আমাকে আঁকড়ে ধরে না
হয়তো পিদিমে এখনো তেল আছে
আর থেমেই বা কি লাভ ?
থামলেই ব্যর্থতা আর হতাশা
চাবুক মারে দুর্বল শিরে ।

পথের দু’ধারে কত শত বাতায়ন
কতো মুখের উঁকি ঝুঁকি
আমি যেন অন্য গ্রহ থেকে ছিটকে পড়া কেউ
ওরা আমাকে চেনেনা, জানেনা
কাছা কাছিই তবু আকাশ পাতাল ব্যবধান
আমার হাতে টাকা নেই
অতি তুচ্ছ, বেকার মুসাফির আমি ।

পরিচিতরা মুখ ঘুরে চলে যায়
কেউ কেউ আজকাল চিনতেই পারে না
চিনবেই বা কি করে
আমি কি আগের মতো আছি ?
আমার হারিয়ে গেছে স্বপ্ন, বদলে গেছে পৃথিবী
মুখে কি এমন খোঁচা খোঁচা দাড়ি ছিলো ?
দুটো চোয়ালের হাড় কি বেরিয়ে ছিলো ?
পরাজিত মুখোমণ্ডল ছিলো ?

যে ত্বকে ধুলা পড়লে
বার বার ধুয়ে ধুয়ে কোমল রাখতাম
আজ তা রৌদ্রের খোরাক !

কতো সুখী মানুষ পাশকেটে চলে যায়
কখনো কখনো দেখি আর ভাবি
এমন সুখি আমিও তো হতে পারতাম !

সেই আমি আর বর্তমানের আমি
একই জীবন কিন্তু ভিন্ন চেহারা

এর জন্য কে দায়ী ?
আমি নিজেই নাকি সমাজ ?
নাকি বিধাতা ?
এসব ভাবনা আর আমাকে নাড়ে না
শুধু এতুকুই মানি
আমার কোনো ভবিষ্যৎ নেই
বুক ভরা শুধু কষ্ট
অবহেলা, অনাদরে সৃষ্ট, ভীষণ কষ্ট
আমার সাজানো গোছানো কল্পনার ভুবনটা
ভেঙ্গে হয়ে গেছে চৌরির
আমি এক আত্মভোলা বেকার মুসাফির  ।