আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। একটু ফিরে তাকাও
মোর পিছনে অতি গোপনে, আসছে মরণ
ওকে ঠেকাও, কোনো না কোনো ছলাকলায়
আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই।

ঐ যে আকাশ, এই যে মাটি, সবুজ বনানী
গদ্যময় চারিপাশ, মমতাময়ী মাতৃভুমি
এদের মাঝে আমি একাকার হয়ে গেছি।
মোদের বন্ধন লক্ষ কোটি বছর ধরে রাখতে চাই
তাই বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই।

মোর হস্ত চাইলে দেবো, মস্তক চাইলেও দেবো
ফুসফুস, যকৃত, হৃৎপিণ্ড সবই দেবো
মোর সাধনার ধন চাইলে তাও দিতে রাজি।
শুধু একটির বেলায় আপোষ নায়
তা হলো বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই।

কেউ কি আছো যারা আমাকে ভালোবাসো ?
পাশে এসে দাঁড়াও যদি থেকে থাকো
আমি এখন ভিতু, আমার সাহস ঝরে গেছে
আমি অসহায়, আমি গোবদা, আমি নির্বোধ
আমার সব গুলিয়ে গেছে মরণ শংকায়
তবু এরই মাঝে বুক বাঁধি একটি আশায়
আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই।