আজাদের দুঃখ, কি করে হায় লিখবো !
হাঁসি খুশি ছেলেটি হঠাৎ নিরব
স্তব্ধ তার চারিপাশ, অসহায়ের মতো
ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকে আকাশে।
দুচোখ ফেটে বেদনার জল
ঝরে গড়িয়ে পড়ে মাটিতে
পেটে ক্ষুধা, মুখে ভীষণ অরুচি
ভাবনা শুধু কেন সব হয়ে গেলো এলোমেলো
কষ্টের তিক্ত গন্ধ পায় সে বাতাসে।
যে ঘুম তাকে ছাড়তো না
আজ তা অনেক দূরে
নিদ্রাহীন রজনীর প্রতিটি প্রহর
সারাক্ষণ খায় তাকে কুরে কুরে
নিরব চিৎকার তার, কেউ শোনেনা
জানেনা কেউ তার হৃদয় চিরে রক্ত যাচ্ছে খসে।
কেউ এসে বলে, দুঃখ কিসের হাসো
অতীত কে ভুলে ভবিষ্যৎ নিয়ে ভাবো
তোমার চাইতে কষ্টে যারা আছে
দুচোখ একবার মেলো তাদের দিকে
দেখবে তোমার দুঃখ গেছে ভেসে।
ক্ষনিকে সে মনোবল পায় চেষ্টা করে হাসার
একাকী যখন থাকে কষ্ট ভিড় করে আবার
ঘিরে ফেলে তাকে, শিকল পরায় পায়ে
দুর্বল থেকে দুর্বল করে অদৃশ্য ঘায়ে।
মুখ খুলে আজাদ কারো কাছে কভু বলে নাকো
কেনো সে যাচ্ছে শুকে, এতোই কি তার দুঃখ।